ক্যাটাগরি

‌বেনাপোলে ১০টি স্বর্ণবারসহ একজন আটক

মঙ্গলবার
বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে সোনার বারসহ তাকে আটক
করা হয়।

আটক
আব্দুল ওহাব (৪০) বেনাপোলের ছোটআচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

যশোর
৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ভারতে
স্বর্ণ পাচারের জন্য আনা হচ্ছে’ এমন গোপন সংবাদ পেয়ে বেনাপোলের আমড়াখালি
চেকপোস্টের বিজিবির টহল দল বেনাপোলমুখী এক ইজিবাইক থেকে সন্দেহভাজন আব্দুল ওহাবকে
আটক করে।

“তার
দেহ তল্লাশি করে কোমরে বেল্টের নিচে বিশেষ পদ্ধতিতে আটকে রাখা অবস্থায় ১০টি
স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ দশমিক ১১৬ কেজি। আটক স্বর্ণের বাজার মূল্য ৮০
লাখ টাকা।” 


ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে
জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।