ক্যাটাগরি

কিশোরীকে টানা ছয় দিন আটকে রেখে ‘ধর্ষণ’: ফেনীতে যুবক গ্রেপ্তার

ফুলগাজী
উপজেলার মুন্সির হাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রাম থেকে মঙ্গলবার মধ্যরাতে তাকে
গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলগাজী থানার উপ-পরিদর্শক মো. মনির।

গ্রেপ্তার
মো. আরিফ ওই গ্রামের আবুল বশর ওরফে বেটকা মিয়ার ছেলে।

মামলার
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনির জানান, নির্যাতিত ষোড়শীর বাবা মঙ্গলবার মো.
আরিফ, তার সহযোগী এবং পরিবারের সদস্যদেরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন
আইনে মামলা করেছেন।

পুলিশ
রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের
গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে বলেন তিনি।

এদিকে
শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীর বুধবার ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই
কিশোরীর বাবাকে উদ্ধৃত করে মুন্সরিহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ওবায়দুল
হক জানান, আরিফ মেয়েটিকে তুলে নিয়ে ছয়দিন বাড়িতে আটকে রেখে নির্যাতন করে। পরে আরিফ
ও তার সহযোগীরা কিশোরীকে মঙ্গলবার বাবার বাড়িতে ফেরত দিতে নিয়ে যায়।

তিনি
আরও বলেন, কিশোরীর বাবা মেয়েকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।