বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হোটেল ভিক্টোরিতে এই
ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
‘বিস্ফোরণের’ কারণ কী, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা
করা হচ্ছে, গিজার থেকে তা ঘটতে পারে।
আহতদের মধ্যে একজন রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সঙ্গেই বহুতলা হোটেল
ভিক্টোরি।
পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, ভিক্টোরি হোটেলের দুটি কক্ষে বিস্ফোরণ হলে কাচ ভেঙে নিচে পড়ে এবং
তিনজন পথচারী আহত হন। তাদের মধ্যে একজন রিকশাচালক।
তিনি বলেন, “হোটেলের ৪০৫ ও ৪০৬ কক্ষে এই বিস্ফোরণের
ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গিজার থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।”
ওই দুই কক্ষের একটি একজন বাংলাদেশি ও একজন ফিলিপিনো
ভাড়া নিয়েছিলেন। তবে বিস্ফোরণের সময় একজনও হোটেলে ছিলেন না বলে পুলিশ জানিয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ
হোসাইন বলেন, ভিক্টোরি হোটেলে বিস্ফোরণের খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে গেছে।