বুধবার সকালে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাওসার আলমের আদালতে আত্মসমর্পণ
করে জামিন আবেদন জানান এ আসামি।
তানভীর মোহাম্মদ ত্বকী (ফাইল ছবি)
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, এ আবেদনের উপর
শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
পুলিশ কর্মকর্তা জানান, আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনে আবেদন করেছিলেন।
আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ত্বকী হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু জানান, ত্বকী
হত্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া আসামি সুলতান শওকত উচ্চ আদালত থেকে
জামিন নিয়ে ২০১৪ সালে বিদেশে পালিয়ে যান।
“আমাদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি করে। দীর্ঘ দিন পর বুধবার তিনি আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করেন।”
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ
হন ত্বকী। এর দুই দিন পর ৮ মার্চ নগরের চারার গোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর শাখা খাল
থেকে এ কিশোরের লাশ উদ্ধার করা হয়।
এদিকে, প্রতি মাসের ৮ তারিখ মোমবাতি জ্বেলে ত্বকী হত্যার বিচারের দাবির
কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।