আগামী
২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায়
এই পরামর্শ দেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি।
সিপিডি
প্রতিনিধি মুনতাসির কামাল অর্থ পাচার প্রতিরোধে ‘ট্রান্সফার প্রাইসিং সেল’ কার্যকরের
প্রস্তাব দিয়ে বলেন “তা যদি কার্যকর হয়, তাহলে মানি লন্ডারিংয়ের সুযোগ কমে আসবে। মনিটরিং
ব্যবস্থা থাকলে অর্থ পাচারের প্রবণতাও কমে আসবে।”
সিপিডির
সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস মুনতাসির সম্পদ কর আরোপসহ বেশ কয়েকটি প্রস্তাব তুলে
ধরেন।
দেশে
যেসব কোম্পানি পরিবেশ দুষণ করে, তাদের উপর আলাদা করারোপের পরামর্শও দিয়েছে সিপিডি।
তবে
করোনাভাইরাস মহামারীতে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে যে কর ছাড় দেওয়া হয়েছিল, তা আরও এক
বছর রাখার সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি।
মুনতাসির
বলেন, “সম্প্রতি ভ্যাট আইন কার্যকর করা হয়েছে। এখন আয়কর আইন ও কাস্টমস আইন
বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা উচিৎ।”
বৈশ্বিক
পেশাজীবী সেবা প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস প্রাইভেট লিমিটেড (পিডব্লিউসি)
বাংলাদেশও বুধবার এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেয়।
প্রতিষ্ঠানটির
বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ বাজেট আলোচনায় যেসব বৈদেশিক কোম্পানি অস্থায়ী
ভিত্তিতে বাংলাদেশে এসে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তাদের উপর করারোপের
ব্যবস্থা করার প্রস্তাব করেন।
তবে
দেশে ডিজিটাল পদ্ধতির উন্নয়নের স্বার্থে যেসব তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশে
কাজ করছে, তাদের আগের মতো কর অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন।
আলোচনায়
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, “আমরা রাজস্ব আদায়ে এখনও
প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছি। তাই আদায় বাড়ানোর জন্য সকল ধরনের কর
আদায়ে ডিজিটাল পদ্ধতি চালু করার চেষ্টা করছি।”