ক্যাটাগরি

নোয়াখালীতে মুজিববর্ষে শিক্ষা সামগ্রী পেল ৭ হাজার শিক্ষার্থী

প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বুধবার চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।  

এই উপলক্ষে ঈদগাহ  মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রহমত উল্যা- আজিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা- আইসিটি) নোমান হোসেন প্রিন্স, নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে।” 

তিনি
বলেন, “বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষায় ব্যাপক  উন্নয়ন করেছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকার বিভিন্ন প্রকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটানো হয়েছে।”

জাহাঙ্গীর আলম বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধু তার জীবন যৌবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মাটি ও মানুষের কল্যাণে। তাই জাতির পিতার জন্মশতবর্ষে তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তার স্মরণে রহমত উল্যা- আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে চাটখিল- সোনাইমুড়ী উপজেলার ২৩৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭ হাজার জন গরিব অথচ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে। 

“এসব শিক্ষা সামগ্রী পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ অনুভব করবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।”