বুধবার মেহেরপুর
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস ছালাম এ রায় দেন।
দণ্ডিত আব্বাস
উদ্দিন (৫১) মেহেরপুরের গাংনী উপজেলার গরিবপুর গ্রামের নুরুল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের
আইনজীবী পল্লব ভট্টাচার্য তরুণ জানান, ২০১৮ সালের ২২ অক্টোবর পুলিশ আব্বাসের বাড়িতে
তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
পরে পুলিশ আব্বাসের
বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
পরে আদালতে জেরার
মাধ্যমে অভিযোগ প্রমানিত হওয়ায় আব্বাসকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়।
রায় ঘোষণার পর
দণ্ডিককে জেলা কারাগারে নেওয়া হয়েছে।