৩১
মার্চ এ পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে।
বুধবার
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পঞ্চম
ধাপে এ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় ৯ ফেব্রুয়ারি যশোর পৌরসভার
নির্বাচন স্থগিত করে দেয় হাই কোর্ট।
পরে
নির্বাচন স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তার ওপরে স্থগিতাদেশ বহাল রাখে
আপিল বিভাগ। এতে নির্বাচন অনুষ্ঠানে বাধা কাটে।
ইসির
উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ মার্চ ভোট হবে। ওই দিন
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট হবে।
এর
আগে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় দেওয়া হয়েছে ১৫ মার্চ।
৯
ফেব্রুয়ারি যে অবস্থায় ছিল, সে পর্যায় থেকে এখন নির্বাচনী কার্যক্রম চলবে বলে ইসি
জানিয়েছে।
অর্থাৎ,
এ নির্বাচনে নতুন করে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবে না। আগের
প্রার্থীরাই শুরু নির্বাচনে অংশ নিতে পারবেন।