মঙ্গলবার রাতের কোনো একসময় তার উপর হামলা হয় বলে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
নবম শ্রেণির এই ছাত্রীকে (১৬) সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) শেখ মো. সেলিম জানান, মঙ্গলবার রাতে মেয়েটি নিজ শয়নকক্ষে একা ঘুমিয়েছিলেন।
“ভোর রাতের কোনো এক সময়ে কেউ ঘরে ঢুকে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। সকালে পাশের বাড়ির একজন তাকে ডাকতে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।”
সেলিম জানান, তার চিৎকারে সবাই গিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনিত ঘটলে বেলা সাড়ে ১০টার দিকে তাকে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানান সেলিম।