চট্টগ্রামের একটি বিশেষ আয়োজনে সোলস নিজের পরিচিত ধারায় ফিরে এসেছে। খোলা বাতাসে গান পরিবেশন করার পর বেশ উৎফুল্ল ছিলেন ব্যান্ড সদস্যরা।
‘৩৪তম ইঞ্জিনিয়ার কনসট্রাকশন ব্রিগেডে’র ‘ওএফএফআএস বার্ষিক পিকনিক ২০২১’ উপলক্ষ্যে চট্টগ্রামের সি-ওয়ার্লড ফয়েস লেইকে অনুষ্ঠিত হয় কনসার্ট। যেখানে উপস্থিত ছিলেন নাসিম আলী খান, মীর মাসুমসহ ব্যান্ডের সকল সদস্য।
এক বছর পর খোলা আকাশের নিচে শো করে তারা সকলেই যেন স্বস্তির শ্বাস ফেলেছেন।
গ্লিটজের সঙ্গে ছোট্ট আলাপে পার্থ বড়ুয়া মহামারীর এই সময়ে ধাক্কা কাটিয়ে তৃতীয় শো করার আনন্দ ভাগাভাগি করে নেন।
আড্ডার সময় পার্থ বড়ুয়া বলেন, “২০০৪-২০০৫ সালের দিকে যখন এমন ভেন্যুতে সোলস পারফর্ম করত, তখন মাত্র ১০ হাজার টাকাতেও শো করা হয়েছে। এমন দিনও আমরা পার করেছি।”
“শিল্পকে উপভোগ করতে হলে ব্যয়ও করতে হয়- এই ধারণার প্রতিষ্ঠা পাওয়ার দরকার ছিল সবসময়ই।” বলেন পার্থ।
বর্তমানে সঙ্গীতায়োজনে সকলের আগ্রহ ও বাজেট শিল্পটিকে এগিয়ে নিয়ে যাাওয়ার জন্য বিরাট ভূমিকা পালন করছে বলে তিনি মনে করেন।
স্বাস্থ্যবিধি বজায় রেখে আরও শো করার ইচ্ছা প্রকাশ করে এই ব্যান্ড।