বৃহস্পতিবার ভোরে পতেঙ্গা থানার জিএম গেইট সংলগ্ন আকিজ গ্রুপের সিগারেটের
সেল অফিসে ডাকাতির ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত প্রহরীর নাম রাজীব উদ্দিন কবির (৪৫)।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, জিএম গেইট কলোনির চারতলা একটি ভবনের নিচতলায় আকিজ গ্রুপের সিগারেটের সেলস অফিস।
ভোর পৌনে পাঁচটার দিকে ট্রাক নিয়ে একদল ডাকাত সেখানে হানা দেয়।
তিনি বলেন, “প্রাথমিক ভাবে জেনেছি ভোর পৌনে পাঁচটার দিকে ট্রাকে করে চার-পাঁচজনের
একটি দল সেখানে যায়। প্রহরী রাজীব তাদের বাধা দিলে হাত-পা বেঁধে তাকে খুন করা হয়।
“শ্বাসরোধে রাজীবকে খুন করা হয়েছে বলে আমাদের ধারণা। ময়না তদন্তের প্রতিবেদন
পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে।”
পরিদর্শক মিজানুর জানান, এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অজ্ঞাত কয়েকজনকে
আসামি করে একটি মামলা হয়েছে।
মামলায় ৫০ কার্টন সিগারেট ও নগদ এক লাখ টাকা লুট হওয়ার অভিযোগ করা হয়েছে।