শ্রীলঙ্কা ক্রিকেট বৃহস্পতিবার জানায় খবরটি। এ দিনই ৩৩ বছর বয়সী ক্রিকেটারের ক্যারিবিয়ান ছাড়ার কথা।
দাসুন শানাকার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন ম্যাথিউস। কিন্তু সিরিজটা কেটেছে তার জন্য ভুলে যাওয়ার মতো। তিন ম্যাচে করেন ৫, ১৩ ও ১১ রান। সফরকারীরা সিরিজ হারে ২-১ ব্যবধানে।
অ্যান্টিগায় বুধবার প্রথম ওয়ানডেতেও হাসেনি ম্যাথিউসের ব্যাট। করতে পারেন কেবল ৫ রান। দল হারে ৮ উইকেটে। সফরে শ্রীলঙ্কার এখনও দুটি করে ওয়ানডে ও টেস্ট বাকি। যা শেষ হবে আগামী ২ এপ্রিল।