ক্যাটাগরি

গাইবান্ধায় ইয়াবাসহ কথিত ‘জিনের বাদশা’ গ্রেপ্তার

বৃহস্পতিবার
আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আগের রাতে
গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহডাঙ্গা গ্রামের এক পুকুরপাড় থেকে তাকে আটকের পর তার
দেহ তল্লাশি করে ৮২৫টি ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার
জাহাঙ্গীর আলম (৩৯) ওই গ্রামের আজাহার আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ
থানার ওসি মেহেদী হাসান বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে জিনের বাদশা সেজে মোবাইল
ফোনের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।

তার
বিরুদ্ধে ঢাকা এবং নারায়ণগঞ্জে দুটি প্রতারণার মামলা রয়েছে। এছাড়া তিনি একজন
পেশাদার মাদক ব্যবসায়ীও বলেন তিনি।

তিনি
আরও জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।