জার্মানিতে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার মধ্যেই বুধবার তিনি মারা যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গত বছরের জুলাইতে পূর্বসূরী আমাদৌ গোন কৌলিবালি হঠাৎ মৃত্যুর পর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাকাইয়োকো, কিন্তু ৫৬তম জন্মদিন পার হওয়ার দুই দিন পর তারও মৃত্যু হল।
বাকাইয়োকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলসেন উয়াতারা। বাকাইয়োকোকে ‘অভিজ্ঞ রাজনীতিক’ ও দেশের তরুণদের জন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন তিনি।
চিকিৎসাজনিত কারণে ফেব্রুয়ারিতে ফ্রান্সে গিয়েছিলেন বাকাইয়োকো। পরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে জার্মানিতে পাঠানো হয়।
গণমাধ্যমের নির্বাহী থেকে রাজনীতিকে পরিণত হয়েছিলেন তিনি। চলতি শতকের প্রথম দশকে আইভরি কোস্টের গৃহযুদ্ধ অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
বাকাইয়োকো দেশটির প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন।