ক্যাটাগরি

ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধীরা চান গুজব রটানোর অধিকার: হাছান

বৃহস্পতিবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কে-ফোর্স
অনলাইন সংগঠন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী
বলেন, “যখন ডিজিটাল বিষয়টি ছিল না, তখন ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও ছিল না। যখন ডিজিটাল
বিষয়টি চলে এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে মানুষকে নিরাপত্তা দেয়া
রাষ্ট্রের দায়িত্ব। সেই কারণেই এই আইন, পৃথিবীর অন্যান্য দেশেও তা আছে। এই ডিজিটাল
নিরাপত্তা আইন একজন সাধারণ মানুষ, সাংবাদিক, লেখক, গৃহিনী, ছাত্র, কৃষক, শ্রমিক,
রিকশাওয়ালা, গৃহবধূ- সবার ডিজিটাল নিরাপত্তার দেওয়ার জন্য। যাতে কেউ কারো
চরিত্রহরণ করতে বা অসত্য, ভুল সংবাদ পরিবেশন করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত
করতে না পারে।

“আর
প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে যে কয়েকজন ব্যক্তি এই আইন বাতিলের দাবি করেন, তারা আসলে
গুজব রটানোর অবাধ অধিকার চান। পত্রিকায় শিরোনাম হয়, সুশীল সমাজের পক্ষ থেকে
প্রতিবাদ জানানো হয়েছে। সুশীল কি শুধু তারা পাঁচ-দশজন! বাংলাদেশে হাজার হাজার মানুষ
সুশীল, বহু মানুষ বুদ্ধিজীবী ও প্রতিবাদকারী ওই ১০ জনের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার
জন্যও এই আইন।” 

সামাজিক
যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান

মন্ত্রী
বলেন, “দেশ থেকে পরিচয় গোপন করে কোনো একটা পেইজ খুলে কিম্বা বিদেশ থেকে অনলাইনে
সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। এমনও হয় যে, ছেলেকে মেয়ে বা মেয়েকে ছেলে
বানিয়ে দেয়া, জীবিত মানুষ মরে গেছে সেই গুজবও পরিবেশিত হয়।

“পদ্মা
সেতুতে বলি দেওয়ার গুজব রটিয়ে সারা দেশে ছেলেধরা-আতঙ্ক ছড়ানোর অপচেষ্টায় নিরীহ
মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে দেশে হাজার হাজার লাশ পড়ে থাকার গুজব ছড়ানোর
অপচেষ্টা হয়েছে। করোনাভাইরাসের টিকা ভারতের টিকা, অন্যদের ওপরে পরীক্ষার জন্য, এই
টিকা কোনো কাজ করবে না -এমন গুজবও ছড়ানো হয়েছে। যারা ছড়িয়েছে, তারাই এখন টিকা
নিচ্ছে, কেউ কেউ গোপনে নিয়েছে।” 

সকলকে
সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বদা সোচ্চার থাকার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন,
“যে কোনো ধরণের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকুন। একইসাথে দেশ, সরকার ও মানুষের
অর্জনগুলো ফলাওভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করুন। বাংলাদেশে প্রায় ৭ থেকে ৮
কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। সুতরাং এখানে প্রচারটা অনেক বেশি
গুরুত্বপূর্ণ। কেউ একটি অপপ্রচার করলে সাথে সাথে সেটির বিরুদ্ধে ঠিক পোস্ট দেয়া
অনেক গুরুত্বপূর্ণ।” 

আয়োজক
সংগঠনের সভাপতি মাহজাবীন খালেদের সভাপতিত্বে মো. জাকির হোসেন বক্তব্য রাখেন।