ক্যাটাগরি

‘দরকার হলে হুইল চেয়ার নিয়েই প্রচারে’, বললেন মমতা

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের কেবিন থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

বুধবার নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন মমতা। রেয়াপাড়ায় একটি মন্দিরে পূজা দিয়ে বের হওয়ার সময় ‘চার-পাঁচ জনের ধাক্কায়’ পড়ে গিয়ে মাথায়, কপালে ও পায়ে চোট পান  তিনি। ষড়যন্ত্র করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ মমতার।

তাৎক্ষণিকভাবে তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তার পায়ে করা হয় প্লাস্টার।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে। তার হাড়ে চোট লেগেছে, পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রাও কম।

এদিন হাসপাতালের বিছানায় শুয়ে এক ভিডিও বার্তায় মমতা বলেন, দুই এক দিনের মধ্যেই তিনি প্রচার শুরু করবেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, মমতার জন্য চিকিৎসকদের যে মেডিক্যাল বোর্ড হয়েছে, তার চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে মমতা প্রচারে অংশ নিতে চাইলে চিকিৎসকরা কী সিদ্ধান্ত নেবেন তা এখনও জানা যায়নি।

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতাই তৃণমূলের প্রার্থী; বিজেপির শুভেন্দু অধিকারী ও বামফ্রন্টের মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে এ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। নন্দীগ্রামের পাশাপাশি মমতা টালিগঞ্জের আসন থেকে লড়তে পারেন বলেও কানাঘুষা রয়েছে।