ক্যাটাগরি

মাদারীপু‌রে ‘নেশার টাকা না পেয়ে’ মাকে কু‌পি‌য়ে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার বিকালে মাদারীপুরের ডাসার থানার নবগ্রা‌মে ইউনিয়‌নে
এ ঘটনার পর ওই ছেলেকে আটক করা হয়েছে।

নিহত সোনেকা জয়ধর (৫০) উপজেলার নবগ্রাম ইউ‌নিয়‌নের দ‌ক্ষিণ
চলবল গ্রা‌মের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী। 

আটক রথিন জয়ধর (২৬) তার ছেলে।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, মাকে পিটিয়ে হত্যার ঘটনায়
ছেলে রথিন জয়ধরকে আটক করেছি।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর
প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রথিন তার মা সোনেকার কাছে ‘গাঁজা
কেনার জন্য টাকা দাবি করেন।’

এ টাকা দিতে অস্বীকার করলে রথিন খেপে গিয়ে কুড়াল দিয়ে তার মাকে
কু‌পি‌য়ে ও পিটিয়ে হত্যা করেন বলেন তারা।

এ সময় তাকে বাধা দিলে তার বৃদ্ধ বাবা রাধেশ্যাম জয়ধরকে পিটিয়ে
গুরুতর জখম করে ফেলে রাখে রথিন।

স্থানীয় জনতা এসে জয়ধরকে আটকে
করে পুলিশের হাতে সোপর্দ করে বলেন তারা।