ক্যাটাগরি

শবে মেরাজে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া: ইসলামিক ফাউন্ডেশন

১৪ ফেব্রুয়ারি থেকে রজব মাস শুরু হওয়ায় বৃহস্পতিবার রাতে শবে মেরাজ পালন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মানুসারীরা। এদিন জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাত হবে।

সেখানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান। জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুশতাক আহমদ আলোচনায় অংশ নেবেন।

ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মেরাজের রাতে হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন।

সারাবিশ্বের মুসলমানরা এ রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাতটি কাটান তারা।