ক্যাটাগরি

সাদা বলে অশ্বিনের সুযোগ দেখছেন না কোহলি

অশ্বিন ভারতের হয়ে সবশেষ সাদা বলের ম্যাচ খেলেছেন ২০১৭ সালের জুলাইয়ে, ওয়েস্ট
ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে। লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল ও চায়নাম্যান কুলদিপ
যাদব ওয়ানডেতে ভারতের প্রথম পছন্দ। টি-টোয়েন্টিতে অধিনায়কের আস্থা অর্জন করেছেন ওয়াশিংটন
সুন্দর।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই জায়গা হয়েছে সুন্দরের, নেই অশ্বিন।
শুক্রবার হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টির আগের দিন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে
কোহলি জানান, একই মানের দুই ক্রিকেটারকে দলে নেওয়া সম্ভব নয় তাদের।

“ওয়াশিংটন খুব ভালো খেলছে।
দলে একই সামর্থ্য ও মানের দুই জনকে নেওয়া যায় না। যতক্ষণ না ওয়াশি (সুন্দর) খুবই বাজে
একটি মৌসুম পার করে এবং সময় খারাপ যায়… যুক্তি দিয়েও প্রশ্ন করতে হবে। অ্যাশকে
(অশ্বিন) দলে নিয়ে কোথায় খেলাব, যেখানে ওয়াশিংটন সুন্দরের মতো একজন ওই কাজটিই করছে
দলের জন্য। প্রশ্ন করা সহজ, তবে এর জন্য যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।”

ভারতের হয়ে ১১১ ওয়ানডে ও ৪৬ টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৫০ ও ৫২ উইকেট নিয়েছেন
অশ্বিন। অভিজ্ঞতার দিক থেকে তার থেকে বেশ পিছিয়ে ২৬ টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলা
সুন্দর।

তবে গত কয়েক বছরে সাদা বলে অশ্বিনের চেয়ে পারফরম্যান্সে সুন্দর এগিয়ে। ২০১৭
সালের আইপিএল থেকে ৫২ টি-টোয়েন্টিতে অশ্বিন ওভারপ্রতি ৭.৫৯ রান দিয়ে উইকেট নিয়েছেন
৪৮টি, রান করেছেন ২৭৭। এই সময়ে অফ স্পিনে সুন্দর ৮৭ ম্যাচ খেলে ৬৭ উইকেট নিয়েছেন ওভারপ্রতি
৬.৬১ রান দিয়ে।

নতুন বলে বেশ কার্যকর সুন্দর। আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু ২০১৭ সালের
ডিসেম্বরে। এরপর থেকে দেশের হয়ে পাওয়ার প্লেতে ২১ টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ১৩টি।
এই সময়ে আইসিসির পূর্ণ সদস্য দলের মধ্যে সুন্দরের চেয়ে কেবল ৬ জন বোলার প্রথম ছয় ওভারে
বেশি উইকেট নিয়েছেন। নিউ জিল্যান্ডের টিম সাউদি ৩৮ টি-টোয়েন্টিতে ২১ উইকেট নিয়ে আছেন
শীর্ষে।

জাতীয় দল কিংবা আইপিএলে ব্যাট হাতে এখনও নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ পাননি
সুন্দর। তবে তামিল নাড়ু প্রিমিয়ার লিগে ও তামিল নাড়ু রাজ্য দলের হয়ে বেশ কিছু ম্যাচ
জেতানো ইনিংস আছে তার। সম্প্রতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন
তিনি, দুইবার সেঞ্চুরির দুয়ারে গিয়ে ফিরে এসেছেন সঙ্গীর অভাবে।