ক্যাটাগরি

সেলিমা রহমান করোনাভাইরাস সংক্রমণ নিয়ে হাসপাতালে

তিনি
অসুস্থ বোধ করার পর তার নমুনা পরীক্ষা হয়। তাতে ‘করোনাভাইরাস পজিটিভ’ ফল আসার পর
বৃহস্পতিবার তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই
বিএনপি নেতার পরিবারের সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলিমা রহমান বেশ
অসুস্থ। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সেলিমা রহমান। ফাইল ছবি

সেলিমা রহমান। ফাইল ছবি

বিএনপির
স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ২০০১ সালের খালেদা জিয়ার সরকারে সংস্কৃতি
প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপি
সর্বশেষ জাতীয় কাউন্সিলে সেলিমা রহমান দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। পরে
তাকে স্থায়ী কমিটিতে আনা হয়।

সেলিমা
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বড় বোন।