ক্যাটাগরি

অবৈধপথে ইতালি ঢুকতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু

নিহতরা হলেন- অলিউর রহমান রাজু (২২) ও রিহান আহমেদ (২২)।

ইতালিতে বসবাসরত নিহতদের বন্ধু  আরাফাত সোবেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়া থেকে সীমান্তবর্তী এক নদী দিয়ে সাঁতার কেটে ইতালি ঢোকার সময় অতিরিক্ত ঠাণ্ডায় ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়।

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

“নিহতরা আমার বন্ধু। ওরা গ্রিস থেকে প্রথমে ক্রোয়েশিয়ায় আসে। সেখান থেকে ইতালিতে নদী সাঁতরে ঢোকার সময় অতিরিক্ত ঠাণ্ডায় মৃত্যু হয়। তারা দীর্ঘদিন আমার সাথেই গ্রিসে ছিল।”

ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন মাধ্যমে আমি বিষয়টি আনঅফিসিয়ালভাবে শুনেছি। তবে এখনো অফিসিয়ালভাবে আমাকে কোনওকিছু  জানানো হয়নি।”

“শিগগিরই আমরা দেশে আলোচনা করে অবৈধপথে ইউরোপ আসা থেকে সবাইকে বিরত থাকার বিষয়ে পরামর্শ দেব।”

নিহত রাজু সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেতরপাড়া গ্রামের হাজি মাসুক মিয়ার ছেলে।

আর রিহান একই উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাও গ্রামের গয়েছ মিয়ার ছেলে।

 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!