বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার
গৌরীপুর বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ড হয় বলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল
হক জানান।
তিনি জানান, দগ্ধ নয় যাত্রীর
অবস্থা ‘গুরুতর’ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো
হয়েছে। দুই যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি ছয়জনকে প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়েছে।
“বাসের গ্যাসের
সিলিন্ডার ধেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।”
তাৎক্ষণিকভাবে হতাহতদের
নাম পরিচয় জানা যায়নি।
ওসি জহিরুল হক জানান, মতলব এক্সপ্রেসের একটি বাস ঢাকা থেকে চাঁদপরের মতলব যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে বাসটিতে আগুন ধরে যায়।
পরে দাউদকান্দি ফায়ার
সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে আশপাশের বাস ও দোকানগুলো রক্ষা পায়
বলে ওসি জানান।
লাশ দুটি দাউদকান্দি
হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে জহিরুল জানিয়েছেন।
দুর্ঘটনার পর থেকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র
যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পোহান।”
দাউদকান্দি উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন,
আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।