ক্যাটাগরি

নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরেক জনের মৃত্যু

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউশনে

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের চাচা শ্বশুর মোহাম্মদ
আব্দুল।

এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. মিশাল (২৬) এবং তার চাচাত ভাই মাহফুজুল
মাহফুজ (১৩) মারা গেলেন।

আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউশনে চিকিৎসাধীন রয়েছেন নিহত মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), মেয়ে আফসানা আক্তার
(৩), দেড় বছরের সন্তান মিনহাজ এবং খালাত ভাই সাব্বির হোসেন (১৫)। মিতা ও আফসানার অবস্থা
বাকি দুইজনের চাইতে ভালো বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ঢাকায়
এ দগ্ধদের দেখতে যান এবং স্বজনদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও নাহিদা বারিক জানান, নিহত প্রত্যেকের পরিবারকে লাশ দাফনের জন্য ২০
হাজার টাকা প্রদান করা হয়েছে। লাশ বহনের গাড়ি ও কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয়েছে।

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার
ছয় তলার এক ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। বিস্ফোরণে ওই
ঘরের দরজা-জানালার কাচ ভেঙে গেছে এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে চিকিৎসাধীন
অবস্থায় পরদিন মো. মিশালের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসের সিলিন্ডারের মুখ থেকে গ্যাস লিকেজ হয়ে
গ্যাস জমে ছিল। বিদ্যুতের স্পার্ক অথবা মশার কয়েল জ্বালাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে।