ক্যাটাগরি

প্রতারণার অভিযোগে মডেল-অভিনেত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার রোমানা ইসলাম স্বর্ণার (৪০) বিরুদ্ধে সৌদি প্রবাসী
এক ব্যবসায়ী মামলা করেছেন।

সেই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় লালমাটিয়ার ‘সি ব্লকের’
বাসা থেকে স্বর্ণা এবং তার মা আশরাফি ইসলাম শেইলী (৬০) এবং ছেলে আন্নাফিকেও (২০) গ্রেপ্তার
করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৌশলে বিয়ে করে
কামরুল ইসলাম জুয়েল নামের প্রবাসী ওই ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা
হাতিয়ে নেওয়ায় অভিযোগ করা হয়েছে স্বর্ণার বিরুদ্ধে।

মামলার স্বর্ণার মা ও ছেলের পাশাপাশি নাহিদ হাসান রেমি
(৩৬) ও ফারহা আহমেদ (৩০) নামে আরও দুজনকেও আসামি করা হয়েছে।

ওসি বলেন, গ্রেপ্তার তিনজনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।