ক্যাটাগরি

মিয়ানমারে নির্বাচনী ব্যবস্থা বদলানোর কথা ভাবছে জান্তা-নিযুক্ত কমিশন

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সামরিক জান্তা-নিযুক্ত নির্বাচন কমিশন এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করছে; এ সাক্ষাৎ পর্বেই দলগুলো ভোট অনুপাতে আসন বণ্টনের এ পরামর্শ দিচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার খিন মং ও একথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খিন মং বলেন, রাজনৈতিক দলগুলো যে পরামর্শ দিয়েছে তা পর্যালোচনা করতে সময় দরকার কমিশনের। দলগুলোর পরামর্শ গৃহীত হবেই এমন নিশ্চয়তা দিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।

“আমরা এখনও কোনো সিদ্ধান্ত নিইনি, এখনো ব্যবস্থাটা সম্পর্কে শিখছি,” বলেছেন তিনি।

মিয়ানমারে গত বছরের নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করেই দেশটির সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে নিজেরা ক্ষমতা হাতে তুলে নেয়।

ওই নির্বাচনে নোবেলজয়ী অং সান সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নিরঙ্কুশ জয় অর্জন করেছিল।

সামরিক বাহিনী ও তাদের সমর্থকরা নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ভোটে অনিয়ম দেখেননি তারা।

দেশটির আগের নির্বাচন কমিশনও নভেম্বরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ উড়িয়ে দিয়েছিল।