ক্যাটাগরি

মুশতাকের  মোবাইল-কম্পিউটার ফেরত চান স্ত্রী

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের কাছে এ আবেদন করা হয়।

মাছিহার ওই আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আফছার আহমেদকে ১০ দিনের মধ্যে মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মুশতাক আহমেদ

মুশতাক আহমেদ

গত ২৫ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী মুশতাকের।

আবেদনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এখন এ মামলার কার্যক্রম চলার সুযোগ নেই।

মুশতাক আহমেদের মালিকানাধীন জব্দ করা আলামত প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না বলে সেসব স্ত্রী মাছিহা আক্তারের  জিম্মায় দেওয়ার অনুরোধ করা হয় ওই আবেদনে। 

বিচারের মুখে কিশোর-মুশতাক-দিদার, মিনহাজ-তাসনিম খলিলরা অভিযোগপত্রে বাদ

ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
 

মুশতাকের মৃত্যু: ‘অস্বাভাবিক’কিছু পায়নি কোনো তদন্ত কমিটি
 

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গত বছরের ৬ মে মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেপ্তারের পর ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে র‌্যাব।

পরে মুশতাকের বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়। এর মধ্যে গত ১০ মাসে কয়েকবার আবেদন করেও জামিন পাননি তিনি।

কারাগারে মুশতাকের মৃত্যুর পর তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়।

সমালোচনার মুখে প্রশাসন তদন্ত করে জানায়, মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে।