ক্যাটাগরি

রবি ও ওকে দোয়েলের মধ্যে চুক্তি স্বাক্ষর

এ চুক্তির ফলে ‘ওকে দোয়েল’কে ইন্ডাস্ট্রিয়াল
সিম সরবারহের মাধ্যমে ডেটা কানেক্টিভিটি, মনিটরিং সক্ষমতা এবং ডিজিটাল বিনোদন নিশ্চিত
করবে রবি।

বৃহস্পতিবার ওয়েস্টিন হোটেলে রবির ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ‘ওকে দোয়েলে’র প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

কাজী জসিমুল ইসলাম বলেন, “দেশিয় কোম্পানি
ওকে দোয়েল একটি ম্যাজিক বক্স নিয়ে আসতে যাচ্ছে। একটি বক্স বা ট্যাব আইওটি সংযুক্ত থাকবে
যা কোনো যানবাহনে স্থাপন করলে সহজেই গাড়ির ব্যাটারি ও অন্যান্য তথ্য সহজে পাওয়া যাবে
এবং চাকলের সিটের ঠিক পেছনে লাগালে যাত্রীরও এ ট্যাব ব্যবহার করতে পারবে।

“ট্যাবটির দাম ৩০ হাজার টাকা হলেও রবির
আনলিমিটেড ইন্টারনেট সংযোগসহ মাসে ২ হাজার ৪০০ টাকা দিয়ে এক বছরে এর মালিক হতে পারবেন।”

জসিমুল জানান, একই প্রতিষ্ঠানের সহযোগী
কোম্পানি ইলেকট্রিক, সোলার যুক্ত, বাংলাদেশি প্যাটেন্ট, পরিবেশবান্ধব ৩ চাকা এবং ৪
চাকার দেশিয় প্রযুক্তিতে তৈরি যান বাঘ ইকো মোটরস তার বিভিন্ন মডেলের যানবাহন বাজারজাত
করতে যাচ্ছে। এসব যানবাহনে এই ট্যাব সংযুক্ত করে যানবাহনের নিরপাত্তাসহ ব্যাটারি অবস্থা
জানা যাবে এছাড়া আনলিমিটেড ইন্টারনেট থাকায় অন্যান্য সুবিধা ও সেবা পাওয়া যাবে।

রবির এমডি এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ
বলেন, “ওকে দোয়েল এ ইন্ডাস্ট্রিয়াল সিম সরবারহের মাধ্যমে আমরা ডেটা কানেক্টিভিটি, মনিটরিং
সক্ষমতা এবং ডিজিটাল বিনোদন নিশ্চিত করব। বাঘ মোটরস পরিবেশকে সুরক্ষিত রাখতে উদ্ভাবনী
প্রযুক্তি নিয়ে কাজ করছে। আমি বিশ্বাস করি, আমাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং তাদের
পরিবেশ বান্ধব উদ্ভাবনী উদ্যোগের সমন্বয় ইন্ড্রাস্ট্রিতে আমূল পরিবর্তন আনবে।”

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মোবাইল হ্যান্ডসেটের শতকরা ৬০  শতাংশ দেশে উৎপাদিত হচ্ছে এবং ২০২১ সালের শেষে শতভাগে
উন্নত হয়ে যাবে। মোবাইল থেকে এখন আইওটিতে সেবায় আসছে। যন্ত্রের সাথ প্রযুক্তি সম্পর্কে
যুক্ত করতে লড়াই করছি এবং ওকে দোয়েল তা নিয়ে আসছে। নিরাপত্তাসহ যানবাহনের অন্যান্য
বিষয়গুলো এ ডিভাইসে সংযুক্ত করা হয়েছে। আশা করি এ ধরণের আরো উদ্ভাবন হবে এবং দেশের
মানুষের কাজে লাগবে।“

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের কমিশনার এ কে এম শহীদুজ্জামানসহ
উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।