৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
আগামী ২৯ এপ্রিল সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৫ এপ্রিল।
সেখানে অনুমোদন পেলে লংকাবাংলা ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ২০ পয়সা করে পাবেন।
লভ্যাংশের খবরে বৃহস্পতিবার লংকাবাংলার শেয়ারের দাম বেড়েছে।
বুধবার এ শেয়ার যেখানে ঢাকার পুঁজিবাজারে ৩৬ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছিল, বৃহস্পতিবার দিন শেষে ৩৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
২০২০ অর্থ বছরে লংকাবাংলা শেয়ার প্রতি মুনাফা করেছে ১ টাকা ৮১ পয়সা । এসময় তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৮ টাকা ৭৩ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৫ টাকা ৭৯ পয়সা।
আগের বছর এই সময় তাদের শেয়ার প্রতি মুনাফা ছিল ৯৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ৬০ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ২ টাকা ৫৩ পয়সা।
বৃহস্পতিবার লংকাবাংলার প্রাইস আর্নিং রেশিও বা পিই দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ৫ পয়েন্ট।
২০১৭ অর্থবছরে লংকাবাংলা মুনাফা করেছিল ১৮৯ কোটি ৮৯ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৭৫ পয়সা এবং ১০০ টি শেয়ারে নতুন সাড়ে সাতটি শেয়ার।
২০১৮ অর্থবছরে ৪৩ কোটি ৪৩ লাখ টাকা মুনাফা করে লংকাবাংলা বিনিয়োগকারীদের ১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দিয়েছিল।
আর ২০১৯ অর্থবছরে এ কোম্পানি ৫০ কোটি ৩৮ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৭০ পয়সা এবং প্রতি ২০টি শেয়ারে একটি নতুন শেয়ার।
পুঁজিবাজারে এ কোম্পানির ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৪ টি শেয়ার আছে। এর মধ্যে ৩৩ দশমিক ৫৬ শতাংশ আছে পরিচালকদের হাতে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২২ দশমিক ৪৩ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ৪ দশমিক ১২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার আছে।
লংকাবাংলার বর্তমান বাজার মূলধন ১ হাজার ৯৪৫ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি টাকা ৮৪ লাখ; রিজার্ভের পরিমাণ ৩০০ কোটি ৩১ লাখ টাকা।
এ ছাড়া দুটি বীমা কোম্পানি এবং একটি ব্যাংক লভ্যাংশ ঘোষনা করেছে।
এ ছাড়া ইউনাইটেড ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১ টাকা ১০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রিলায়েন্স ইন্সুরেন্স বিনিয়োগকারীদের জন্য ২ টাকা ৫০ পয়সা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
শাহজালাল ইসলামী ব্যাংক বিনিয়োগকারীদের জন্য ৭০ পয়সা নগদ এবং ১০০টি শেয়ারে নতুন ৫ টি শেয়ার হিসেবে লভ্যাংশ ঘোষণা করেছে ।