তার দপ্তর থেকে
জানানো হয়েছে,
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা
করেছেন এবং
তার শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের
প্রতি গভীর
সমবেদনা প্রকাশ
করেছেন।
আওয়ামী লীগের উপ
দপ্তর সম্পাদক
সায়েম খান
জানান, বৃহস্পতিবার
সন্ধ্যায় মোহাম্মদপুরে
নিজের বাসায়
মারা যান
ডা. এম
আমানউল্লাহ।
৮২ বছর বয়সী
এই রাজনীতিবিদ
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
এম আমানউল্লাহ ১৯৩৯
সালে ময়মনসিংহ
জেলার ভালুকা
থানার মাহমুদপুর
গ্রামে জন্ম
গ্রহণ করেন।
১৯৯৬ সালে সপ্তম
সংসদ থেকে
টানা চারবার
তিনি জাতীয়
সংসদে ভালুকার
ভোটারদের প্রতিনিধিত্ব
করেন।
হৃদরোগ বিশেষজ্ঞ
এই চিকিৎসক ১৯৯৬-২০০১
সময়ে আওয়ামী
লীগ সরকারের
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।