সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাতিওয়াড়ি’ ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। অন্যদিকে রণবীর কাপুরের সঙ্গে কাজ করছিলেন ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে।
ভারতীয় গণমাধ্যমের খবর, রণবীর ও বানসালি দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত। ফলে আলিয়া ভাট আর দেরি করেননি। নিজেকে আবদ্ধ করেছিলেন ঘরে। কাজ থামিয়ে চিকিৎসকের পরামর্শে পরীক্ষাও করান। তবে ফলাফল নেগেটিভ।
আর সেই খবর নিজেই প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বৃহস্পতিবার বলিউড অভিনেত্রী ইন্সটাগ্রামে লেখেন, “আপনাদের উদ্বেগ আর যত্নের কথা আমি পড়েছি। নিজেকে ‘আইসলেশন’য়ে রেখে ডাক্তারের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষা করাই। যার ফলাফল নেগেটিভ। আমি আজ থেকেই কাজে ফিরবো। শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। আমি নিজে নিরাপদে থাকছি। আপনারাও দয়া করে তাই করুন। সবাইকে ভালোবাসা।”
এর আগে রণবীর কাপুরের কোরোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন তার মা অভিনেত্রী নিতু কাপুর।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত সপ্তাহে লেখেন, “সকলের উদ্বেগ আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। রণবীরের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজেটিভ। চিকিৎসায় দ্রুত সেরে উঠছে। বাসাতেই কোয়ারেন্টিনে আছে। আর সবরকম সাবধানতা মেনে চলছে।”
আলিয়া ভাট ও রণবীর কাপুরের মধ্যে তিন বছর ধরে সম্পর্ক চলছে।
এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, “মহামারী শুরু না হলে ইতোমধ্যে আমরা গাঁটছড়া বেঁধে ফেলতাম।”