ক্যাটাগরি

কিশোরগঞ্জে ধর্ষণ ও পর্নগ্রাফি মামলার আসামি কারাগারে

বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী গ্রাম থেকে গ্রেপ্তার করে।

শুক্রবার তাকে কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুন নূরের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই নজরুল ইসলাম জানান, আদালতের আদেশের পর আসামি মো. জাকিরকে (৩২) কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

জাকির কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান বলেন, গোপন খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

মামলার বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা জানান, গত ১ মার্চ রাত ১০টার দিকে কাচারীপাড়া এলাকার এক কিশোরী (১৪) শৌচাগারে যেতে ঘরের বের হলে প্রতিবেশী জাকিরসহ তিন যুবক তাকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

এই সময় আসামিরা মোবাইলে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই কিশোরীকে পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শোভন খান আরও জানান, এই ঘটনায় ৩ মার্চ ওই কিশোরীর মা বাদী হয়ে জাকির ও তার দুই সহযোগী বাবু ও রুবেলকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ধর্ষণ ও পর্নগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ বাবু ও রুবেলকে আটক করলেও জাকির পলাতক ছিলেন বলে তিনি জানান।