ক্যাটাগরি

চাঁদপুরে পুলিশের অভিযানে ‘হামলা’, গুলিবিদ্ধ আাসমি গ্রেপ্তার

উপজেলার রামপুর এলাকায় শুক্রবার
বিকালে এই ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. সহিদ হোসেন জানান।

ছয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানার
আসামি রুবেল সাহাকে (৩০) প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় ফরিদগঞ্জ
থানার এএসআই মো. জামশেদ ও এএসআই শফিক মিয়া আহত হয়েছেন এবং তাদের উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।  

ওসি সহিদ হোসেন জানান,
বিকাল সাড়ে ৫টার দিকে রামপুর বাজার এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে
গেলে আসামি রুবেল সাহা পুলিশের উপর হামলা চালায়।

“পুলিশও তাদের জান-মাল
ও সরকারি অস্ত্র রক্ষায় গুলি চালায়। গোলাগুলিতে রুবেল হোসেন গুলিবিদ্ধ হন। এছাড়া
পুলিশের দুই এএসআই আহত হয়েছেন।”