লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন বলে জানায় এনডিটিভি।
ওই ভিডিওতে পিএমএল-এ প্রধান নওয়াজ বলেন, ‘‘তারা (সেনাবাহিনী) মরিয়মকে হুমকি দিয়ে বলেছে, যদি সে তাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে তবে তাকে গুঁড়িয়ে দেওয়া হবে।
‘‘আপনারা এতটাই নিচে নেমে গেছেন। প্রথমে আপনারা মরিয়ম যে হোটেল কক্ষে থাকতো তার দরজা ভেঙে দিলেন। এখন আপনারা তাকে হুমকি দিয়ে বলছেন, যদি সে না থামে তবে তাকে গুঁড়িয়ে দেওয়া হবে। যদি তার কিছু তবে সেজন্য প্র্রধানমন্ত্রী ইমরান খান, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, আইএসআই হেড লেফ্টেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ এবং জেনারেল ইরফান মালিক দায়ী থাকবেন।”
پاکستان کے جمہوری نظام اور اخلاقیات کو پاؤں تلے روندتے ہوئے آپ اس حد تک گر چکے ہیں کہ پہلے آپ نے کراچی میں چادر اور چار دیواری کو پامال کیا، رات کے وقت مریم نواز کے ہوٹل کے کمرے کا دروازہ توڑا اور اب انہیں دھمکی دے رہے ہیں کہ اگر وه باز نہ آئیں تو انہیں SMASH کر دیا جائے گا۔ pic.twitter.com/TEjUS3xHI2
— Nawaz Sharif (@NawazSharifMNS) March 11, 2021
বৃহস্পতিবার নওয়াজের টুইটার একাউন্টে ওই ভিডিওটি পোস্ট করা হয়।
২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন নওয়াজ। লাহোর হাইকোর্ট মেডিকেল গ্রাউন্ডে নওয়াজকে চার সপ্তাহের জামিন দেওয়ার পর ইমরান খান সরকার তাকে দেশ ছাড়ার অনুমতি দেয়।
দুর্নীতির অভিযোগে দোষীসাব্যস্ত নওয়াজকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Our senators are being called and asked not to vote for PDM candidate. Some of them have recorded the evidence.
— Maryam Nawaz Sharif (@MaryamNSharif) March 11, 2021