ক্যাটাগরি

সু চির ঘুষ নেওয়ার অভিযোগ উড়িয়ে দিলেন আইনজীবী

“এই অভিযোগ হচ্ছে সবচেয়ে মজার কৌতুক। তার অন্য দুর্বলতা থাকতে পারে, তবে নৈতিকতার ক্ষেত্রে দুর্বলতা নেই,” সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমনটাই বলেছেন সু চির আইনজীবী খিন মং জ।

বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এ নেত্রীকে এমনিতেই অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি ও করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অবজ্ঞাসহ চারটি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এর সঙ্গে দুর্নীতির অভিযোগ জুড়লে সু চির বড় ধরনের সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটি ভয়াবহ টালমাটাল সময় পার করছে। নেপিডো, ইয়াংগন, মান্দালয়সহ দেশটির অসংখ্য শহরে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছে।

বিক্ষোভ দমনে পুলিশ ও সেনাবাহিনীকে নিয়মিতই কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়তে হচ্ছে।

বৃহস্পতিবারও দেশটিতে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযত হওয়ার আহ্বান জানানোর পরপরই এ প্রাণহানি হল।

সামরিক জান্তার দমনপীড়নে ভীত না হয়ে শুক্রবার রাতে মিয়ানমারজুড়ে অভ্যুত্থানবিরোধী কর্মসূচি ও ধর্মঘট করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদেরকে প্রায়ই রাত্রিকালীন কারফিউ অগ্রাহ্য করে আলোক প্রজ্জলন কর্মসূচি করতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।