ক্যাটাগরি

স্তন ক্যান্সার: সচেতন হোন ৩০ থেকেই

ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ে তিন ধরনের পরীক্ষা করানো যায়। তবে চিকিৎসকের পরামর্শ মেনেই উপযোগী পরীক্ষা বেছে নিতে হবে।

ম্যামোগ্রাম এক ধরনের এক্স-রে যা স্তনের পরিবর্তন শনাক্ত করতে পারে। যারা কোনো স্বাস্থ্যঝুঁকির কারণে এমআরআই করাতে পারছেন না, তাদের বেলায় ব্রেস্ট আলট্রাসাউন্ড করানো হয়।

এছাড়া ম্যামোগ্রাম অথবা আলট্রাসাউন্ডের রিপোর্ট স্তনে সন্দেহজনক পরিবর্তন শনাক্ত হলে ওই অংশের বিষদ বিশ্লেষণে এমআরআই করানো হয়।