বৃহস্পতিবার
রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত
শামসুল আলম নরসিংহপুর এলাকার একটি পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা বলে পুলিশ জানালেও
তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
প্রত্যক্ষদর্শীদের
বরাত দিয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, রাত আনুমানিক ৮টার দিকে
নরসিংহপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস শামসুল আলমকে
চাপা দেয়। পরে স্থানীয় তাকে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
এই
খবর শুনে উত্তেজিত পোশাক শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে ক্লাসিক পরিবহনসহ তিনটি বাসে
অগ্নিসংযোগ করে এবং ১০/১৫টি যানবাহন ভাংচুর করে।
খবর
পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড
ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন
নিয়ন্ত্রণে আসে।
পুলিশ
কর্মকর্তা জিয়াউল বলেন, এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সড়কে
যান চলাচল স্বাভাবিক হয়।