ক্যাটাগরি

কুমিল্লায় বাসে অগ্নিকাণ্ড: দুটি গ্যাস সিলিন্ডার অক্ষত

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার
মো. ফয়েজ আহমেদ বলেন, বাসের ব্যাটারির শর্টসার্কিট কিংবা ইঞ্জিন থেকে বাসটিতে আগুন
ধরতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে মতলবগামী ‘মতলব
এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসে আগুন ধরে। এতে দুই যাত্রী ঘটনাস্থলেই দগ্ধ হয়
মারা যান; আহত হন আরও অন্তত ২২ যাত্রী।

নিহতরা হলেন দাউদকান্দির তিনপাড়া গ্রামের
রফিকুল ইসলাম (৭০) এবং বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাফিন (৪)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন,
গ্যাসের দুটি সিলিন্ডারই অক্ষত ছিল। তাই প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে
ব্যাটারির শর্ট সার্কিট কিংবা বাসের ইঞ্জিন বেশি গরম হওয়ার কারণে আগুন ধরে যেতে
পারে।

দাউকান্দি থানার ওসি
মো. নজরুল ইসলাম বলেন, বাসটির ফিটনেস ছিল না। মালিকানাও কয়েক দফায় তিনবার পরিবর্তন
হয়েছে। বাসের চালক ও হেলপারসহ দুই জনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেছে
পুলিশ।

নিহত রফিক ও শিশু সাফিনের
মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।                        

কুমিল্লায় বাসে আগুন: দগ্ধদের একজনের অবস্থা আশঙ্কাজনক
 

কুমিল্লায় বাসে আগুনে পুড়ে নিহত ২