ক্যাটাগরি

চলছে অপো ‘এফ১৯ প্রো’র প্রি অর্ডার

এফ১৯ প্রো হ্যান্ডসেটটি দুটি রংয়ে মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি রং ‘ফ্যান্টাস্টিক পার্পল’, আরেকটি ‘ফ্লুইড ব্ল্যাক’। এ ছাড়াও এফ১৯ প্রো’তে দেখা মিলবে ভিউ ভিডিওগ্রাফি, রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেইট এবং ফ্ল্যাশ চার্জিং ৪.০ -এর।

অপো ‘এফ১৯ প্রো’ এর দাম ধরা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা। ১৮ মার্চ থেকে বিক্রি শুরু হবে হ্যান্ডসেটটির। ওই দিনের আগ পর্যন্ত প্রি অর্ডার করতে পারবেন গ্রাহকরা। প্রি অর্ডারের সঙ্গে থাকছে রবির পক্ষ থেকে ৪জি ইন্টারনেট ফ্রি।