শের-ই-বাংলা জাতীয়
স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের উঠতিরা জিতেছে ৮ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজটি এক ম্যাচ
হাতে রেখেই তারা জিতে নিয়েছে ৩-০ তে।
ওপেনার মাহমুদুল
করেন অপরাজিত ৮০। হৃদয় খেলেন অপরাজিত ৮৮ রানের ইনিংস। ১৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে
যায় ৫১ বল বাকি থাকতে।
সফরকারীদের অল্পতে
থামিয়ে দেওয়ার মূল কারিগর সুমন। ডানহাতি এই পেসার ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে
উইকেট নেন মুকিদুল, রাকিবুল হাসান, সাইফ হাসান।
বিস্তারিত আসছে…