ক্যাটাগরি

‘ফ্ল্যাশ’ ছবিতে ফিরছেন কিয়ের্সি ক্লেমন্স

সুপারম্যান, ব্যাটম্যান কিংবা ওয়ান্ডার উইম্যান- ডিসি কমিকসের সুপার হিরোদের ভীড়ে ফ্ল্যাশ চরিত্রটির গ্রহণযোগ্যতাও কম নয়। আর এই চরিত্র নিয়ে তৈরি হতে যাচ্ছে ‘ফ্ল্যাশ মুভি’।

যেখানে ‘জাস্টিস লিগ’য়ে ফ্ল্যাশ চরিত্রে রূপ দেওয়া এজরা মিলার অভিনয় করছেন একই চরিত্রে। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করতে চলেছেন মার্কিন অভিনেত্রী কিয়ের্সি ক্লেমন্স।

হলিউড রিপোর্টার ডটকম জানায়, ২০১৭ সালের ‘জাস্টিস লিগ’ ছবিতেই কিয়ের্সি ক্লেমন্স’কে নেওয়া হয়েছিল। যেখানে তিনি অকুতোভয় সাংবাদিক আইরিস ওয়েস্ট’য়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।

তবে নির্মাতা জ্যাক স্নাইডার আরেক পরিচালক যশ হুইডনের হাতে ‘জাস্টিস লিগ’য়ের দায়িত্ব তুলে দেওয়ার আগে ‘ওয়েস্ট’ চরিত্রটি ছবি থেকে বাদ দিয়ে দেন।

‘ফ্ল্যাশ’ ছবিতে একই চরিত্রে অভিনয় করবেন ক্লেমন্স।

কমিকসের কাহিনী অনুসারে ফ্ল্যাশ ওরফে ব্যারি অ্যালেন এবং আইরিস ওয়েস্ট ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়। ব্যারির মায়ের খুনের দায়ে অভিযু্ক্ত হয় অ্যালেনের বাবা। ফলে একা হয়ে যায় অ্যালেন। বড় হয়ে ওয়েস্ট এবং অ্যালেনের বিয়ে হয়। আর বদ-লোকদের শায়েস্তা করতে থাকেন একসঙ্গে।

‘ফ্ল্যাশ’ ছবির কাহিনী কমিকস নির্ভর হবে কিনা তা এখনও জানা যায়নি। তবে খবর অনুযায়ী এই ছবিতে অভিনেতা মাইকেল কিটন আবারও ‘কেপড ক্রুসেইডর’ হিসেবে ফিরে আসছেন। যিনি টিম বার্টনের ১৯৮৯ সালে ‘ব্যাটম্যান’ ছবিতে ব্রুস ওয়েন ওরফে ব্যাটম্যান হয়েছিলেন।

এপ্রিলে লন্ডনে শুরু হবে ছবির শুটিং। আর ২০২২ সালে ৪ নভেম্বর মুক্তি পাবে ‘ফ্ল্যাশ’।