ক্যাটাগরি

বাংলাদেশকে হারিয়ে পাকাপাকিভাবে নেতৃত্ব পেলেন ব্র্যাথওয়েট

এক বিবৃতিতে শনিবার এই ঘোষণা দেয় ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ২০১৫ সাল থেকে মোট ৩৭ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব
দিয়েছেন হোল্ডার।

অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই কিছু
দিন আগে ব্র্যাথওয়েটের নেতৃত্বে বাংলাদেশকে তাদেরই মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ
করে ওয়েস্ট ইন্ডিজ।

করোনাভাইরাসের শঙ্কায় হোল্ডারসহ দলের
নিয়মিত কয়েকজন বাংলাদেশ সফর করেননি। তাদের অনুপস্থিতিতে দলকে দারুণভাবে উজ্জ্বীবিত
করেন ব্র্যাথওয়েট। দলকে নেতৃত্ব দেন সামনে থেকে।

এবার স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েটকে
পেয়ে খুশি দলটির প্রধান নির্বাচক রজার হারপার।

“আমরা সবাই বিশ্বাস করি, বর্তমান সময়ে আমাদের
টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ক্রেইগই সঠিক ব্যক্তি। সে দায়িত্ব নেওয়ায় আমি খুশি।”

“সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে
ক্রেইগ তার খেলোয়াড়দের সর্বোচ্চটা দিয়ে খেলতে অনুপ্রাণিত করেছিল। সাফল্য পেতে দলগতভাবে
যে দারুণ পারফরম্যান্স ও ক্ষুধা থাকার প্রয়োজন তা তারা দেখিয়েছে এবং দলে যে সংস্কৃতি
আমরা গড়ে তুলতে চাই তা সে তৈরি করতে পেরেছে।”

দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন ২৮
বছর বয়সী ওপেনার ব্র্যাথওয়েট। লাল বলের ক্রিকেটে শ্রীলঙ্কারর বিপক্ষে আসছে সিরিজ দিয়ে
শুরু হবে তার নতুন পথচলা।

“অধীর আগ্রহে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে
আসন্ন সিরিজের অপেক্ষায় আছি। ভবিষ্যতে এই দল দারুণ কিছু অর্জন করতে পারে, আর এই ভাবনায়
আমি রোমাঞ্চিত।”

শ্রীলঙ্কার সঙ্গে দুটি টেস্ট খেলবে
ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ মার্চ।

নেতৃত্ব হারালেও দলে গুরুত্ব কমছে না
হোল্ডারের। বোর্ডের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামসের আশা, একজন গুরুত্বপূর্ণ সদস্য
হিসেবে আরও অনেক বছর খেলে যাবেন টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা হোল্ডার।

হোল্ডারের নেতৃত্বে ৩৭ টেস্টের ১১টিতে
জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, পাঁচটি ড্র। হার ২১ ম্যাচে।