ক্যাটাগরি

রেলে ১৫ হাজার লোক নিয়োগে বিজ্ঞপ্তি শিগগির: রেলমন্ত্রী

শুক্রবার
দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষ তিনি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রী
বলেন, লোকবল নিয়োগে রেলের নীতিমালা চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ১০ থেকে
১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

রেলওয়ের
বেদখল হওয়া জমি উদ্ধার করে অবকাঠামো নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী।

বিভিন্ন
পক্ষ রেলের জায়গা দখল করেছে। দখলকৃত জায়গা উদ্ধার করে মালামাল রাখার জন্য আইসিডি
টার্মিনাল স্থাপন করা হবে।

“রেলের
এত জায়গা থাকতেও কর্মকর্তা-কর্মচারীরা টিন শেডের মধ্যে কাজ করছে। এটা যুগের সাথে
মেলে না; কিন্তু রাজশাহীতে রেলের বহুতল ভবনের প্রয়োজন- সেটি রেল দপ্তরে জোরালোভাবে
পৌঁছেনি।”

লোকবল
ও কাঠামোর অভাব ঘুচিয়ে সার্মথ্য বাড়ানো গেলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রেল
যোগাযোগ আরও তরান্বিত হবে বলে মনে করেন মন্ত্রী।

ভারত
সড়ক পথের তুলনায় রেলপথে পণ্য পরিবহনে বেশি আগ্রহী বলেও তিনি জানান।

রাজশাহী
রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মন্ত্রী রাজশাহী স্টেশন থেকে
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশে যাত্রা করেন।

এই
রুটে ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগের সম্ভাবনা যাচাই করতে সরজমিনে রেলমন্ত্রী রহনপুর
সফরে যান বলে সংশ্লিষ্টরা জানান।

‘এবছরও
আম পরিবহনে ম্যাংগো স্পেশাল চলবে’

আগের
মতো এবারও আম পরিবহনের জন্য একাধিক ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন চালু করা হবে বলে
জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শুক্রবার
বিকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন পরির্দশন শেষে তিনি একথা বলেন।

এর আগে
মন্ত্রী রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ আসেন।

মন্ত্রী
বলেন, “গত বছর আম পরিবহনের জন্য একটি ট্রেন চালু করেছিলাম। এবার একাধিক ট্রেন চালু
করা হবে।”

ভারতের
সঙ্গে বাংলাদেশের ব্যাবসা-বাণিজ্য বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “ভারত তাদের
রপ্তানিপণ্যের বেশিরভাগই ট্রেনের মাধ্যমে পরিবহন করতে চায়। আমরা এই বিষয়েও
সম্ভাব্যতা যাচাই করছি।”

শুক্রবার
দুই দিনের রাজশাহী সফরে আসেন মন্ত্রী। রাজশাহী থেকে বেলা সাড়ে ৩টার দিকে বিশেষ
ট্রেনে তিনি রহনপুর স্টেশনে আসেন।

মন্ত্রীর
সঙ্গে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন।
রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবং পরে
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।