ক্যাটাগরি

ইবিএল ছেড়ে হাসান ও রশীদ প্রাইম ব্যাংকের এমডি

গত বছরের ডিসেম্বরে রাহেল আহমেদ প্রাইম ব্যাংক ছাড়ার পর এত দিন এমডি পদটি
খালিই ছিল।

শনিবার প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই দায়িত্বে হাসান ও রশীদের
যোগ দেওয়ার কথা জানানো হয়।

সেখানে বলা হয়,আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি
অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হাসান ও রশীদের গুরুত্বপূর্ণ ভূমিকা
‘ব্যাপকভাবে প্রশংসিত’ হয়।  

লোকাল ও মাল্টিন্যাশনাল ব্যাংকের কর্পোরেট, রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই
ও রিটেইল ব্যাংকিংয়ে ঊর্ধ্বতন পদে ২৭ বছরের বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে রশীদের

ব্যাংকার হিসেবে হাসান ও রশীদের কর্মজীবন শুরু হয়েছিল ক্রেডিট অ্যাগ্রিকোল
ইন্দোসুয়েজে। পরে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও (এসসিবি) তিনি কাজ
করেছেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইকনোমিক্স ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে
স্নাতক ডিগ্রিধারী রশীদ যুক্তরাষ্ট্রের থান্ডারবার্ডের গার্ভিন স্কুল অব ম্যানেজমেন্ট
থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেন।