ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরল ঢাকা সিটি

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার
ফর্টিস একাডেমিকে ১-০ গোলে হারায় ঢাকা সিটি এফসি। ৫৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন শাহিদুল।

টানা দুই হারের পর ফের জয় পাওয়া ঢাকা সিটি এফসির আট ম্যাচের
পয়েন্ট ৯। চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া ফর্টিস একাডেমিরও আট ম্যাচের পয়েন্ট ৯।

অগ্রণী ব্যাংক প্রগতী সংঘ ও ফরাশগঞ্জের ম্যাচটি ১-১ ড্র
হয়েছে। ৫৩তম মিনিটে ফায়জুল্লাহর গোলে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে
সমতা ফেরান শাখাওয়াত।

আট ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অগ্রণী
ব্যাংক। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ফরাশগঞ্জ।

টানা ছয় জয়ের পর কাওরান বাজার প্রথম হারের স্বাদ পেলেও
স্বাধীনতা ক্রীড়া সংঘ ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট
নিয়ে তৃতীয় স্থানে কাওরান বাজার। এক ম্যাচ কম খেলা নোফেল স্পোর্টিং ক্লাব ১৬ পয়েন্ট
নিয়ে আছে দ্বিতীয় স্থানে।