কোতোয়ালি
থানার ওসি আব্দুর রশিদ জানান, শনিবার তাঁতিপাড়ার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে সিমান বাবু (৭) নামে এই শিশুর লাশ উদ্ধার করেন তারা।
সিমান
লালমনিরহাটের বেল্লাল মিয়ার ছেলে। রংপুর শহরের তাঁতিপাড়ায় নানাবাড়ি থাকত সিমান।
গত
১৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সিমান। পরদিন
কোতোয়ালি থানায় জিডি করেন তার নানা আব্দুস সালাম।
পুলিশ
জানায়, সিমানের বাবা লালমনিরহাটে থেকে রাজমিস্ত্রির কাজ করেন।
মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। গত ১৪ ফেব্রুয়ারি
দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সিমান। শনিবার
নির্মাণ শ্রমিকরা সেপটিক ট্যাংকে তার মরদেহ দেখতে পায়।
খবর
পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা
গিয়ে বেলা ২টার দিকে মরদেহ উদ্ধার করে। সিমানের নানা কাপড় ও জুতা দেখে
মরদেহ শনাক্ত করেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি আব্দুর রশিদ।