ক্যাটাগরি

‌সিঙ্গাপু‌রের হাসপাতা‌লে ভ‌র্তি ফারুক

নিয়‌মিত চেকআ‌পের জন্য সিঙ্গাপুর যাওয়ার পর শারী‌রিক অবস্থার অবন‌তি ঘট‌লে শ‌নিবার তা‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে ব‌লে জানান তার স্ত্রী ফারহানা ফারুক।

সিঙ্গাপুর থে‌কে বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌কে ফারহানা জানান, ফারু‌কের অবস্থা স্থি‌তিশীল। চি‌কিৎস‌কের পর্যবেক্ষ‌ণে আ‌ছেন।

“‌চেকআ‌পে তার শরী‌রের বড় কোনও জ‌টিলতা ধরা প‌ড়ে‌নি; র‌ক্তে ইন‌ফেকশন ধরা পড়ে‌ছে ব‌লে চি‌কিৎসকরা আমা‌দের জা‌নি‌য়ে‌ছেন। চি‌কিৎসকরা তা‌কে পর্যবেক্ষ‌ণে রে‌খে‌ছেন, তবে আই‌সিই‌তে নেওয়া হয়‌নি।”

ফারু‌কের সুস্থতার জন্য প‌রিবা‌রের পক্ষ থেকে সবার কা‌ছে দোয়া চে‌য়ে‌ছেন ফারহানা।

এর আগে জ্বর নিয়ে রাজধানীর দুই হাসপাতাল ঘু‌রে রোগ শনাক্ত না হওয়ায় সিঙ্গাপুরে উড়াল দিয়েছিলেন তিনি।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার পরীক্ষা-নিরীক্ষায় যক্ষ্মা ধরা পড়েছিল। চি‌কিৎসা শে‌ষে ফেরার ক‌য়েক মা‌সের ব্যবধা‌নে একই হাসপাতা‌লে ভ‌র্তি হ‌লেন তি‌নি।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।