জোটের সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের প্রথম বৈঠকে শুক্রবার এ বিপুল পরিমাণ টিকা পাঠানোর প্রতিশ্রুতি আসে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
চীনের প্রভাব মোকাবেলায় ২০০৭ সালে কোয়াড গঠিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর তৎপরতা ব্যাপক বেড়েছে।
৪ দেশ মিলে এশিয়ায় যে টিকা সরবরাহের কথা ভাবছে, সেগুলো ভারতে উৎপাদিত হবে। এগুলো জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতীয় কোম্পানি বায়োলজিকাল লিমিটেড এই অতিরিক্ত ডোজগুলো বানাবে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জনসন অ্যান্ড জনসনের কোভিড টিকাকে অনুমোদন দিয়েছে।
টিকা সরবরাহে প্রাথমিকভাবে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান।
কোয়াড প্রতিশ্রুত টিকাগুলো দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশ এবং এর বাইরেও যাবে, বলেছেন তিনি।
১০ দেশের জোট আসিয়ান ৫০ কোটিরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স এ জোটের সদস্য।