কুইন্সটাউন শুধু অপরূপ সৌন্দর্যের লীলাভূমিই নয়, সেখানে ক্রিকেট অনুশীলনের সুযোগ-সুবিধাও দারুণ। ঘুরে বেড়ানোর ফাঁকে শনিবার সেই সুযোগ-সুবিধার কথাও তুলে ধরলেন অলরাউন্ডার আফিফ হোসেন।
বাঞ্জি জাম্পের মজা নিলেন তাসকিন আহমেদ। ছবি : তাসকিনের ফেইসবুক পাতা।
“ কোয়ারেন্টিনের পর এরকম ভালো প্র্যাকটিসের সুবিধা পেয়েছি আমরা, আমাদের প্রস্তুতিতে এটা সহায়তা করছে ভালো। যে ধরনের উইকেট আমরা পাচ্ছি, গত কালকে আমরা সেন্টার উইকেটে প্র্যাকটিস করেছি। আশা করি এসব আমাদের প্রস্তুতির জন্য অনেক কাজে দেবে।”
টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখের কণ্ঠেও একইরকম কথার প্রতিধ্বনি।
“ ক্রাইস্টচার্চে ৭ দিন কোয়ারেন্টিনে থেকে প্র্যাকটিস করেছি আমরা। ওখানকার উইকেটের চেয়ে এখানে উইকেট কমফরটেবল, আমার কাছে একটু সহজ মনে হচ্ছে। এখানে উপভোগ করার চেষ্টা করছি। এর আগে এখানে এসেছি। আমার জন্য এই আবহাওয়া, পরিস্থিতি সব কমফরটেবল। আমি উপভোগ করছি।”
প্রকৃতির কোলে তাদের উচ্ছ্বাস। ছবি : সৌম্য সরকারের ফেইসবুক পাতা।
নিউ জিল্যান্ডে যাওয়ার পর থেকে শুরুতে ঘরবন্দি কোয়ারেন্টিন, পরে কোয়ারেন্টিনে থেকে অনুশীলন, এসব নিয়েই কেটেছে ক্রিকেটারদের দিন-রাত। মনকে চাঙা ও তরতাজা করার জন্য মাঠের বাইরে কিছুটা আনন্দময় সময় কাটানো কতটা জরুরি ছিল, সেটি বললেন পেসার তাসকিন আহমেদ।
“ ১৪ দিনের কোয়ারেন্টিন আমাদের জন্য ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল। ওটা শেষ করে আমরা এর মধ্যে ২ দিন অনুশীলন করেছি। প্র্যাকটিস সুবিধা ও অনেক কিছুই এখানে অনেক সুন্দর। আজকে আমাদের অফ ডে ছিল, দলের সবাই কিছু ফান অ্যাক্টিভিটিজ করলাম। খুব ভালো লাগছে। আশা করি সামনেও ভালো যাবে।”