ক্যাটাগরি

গাজীপুরে বসল ‘ভাওয়াল বন্ধনের মিলনমেলা’

শনিবার দিনব্যাপী নগরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে
‘ভাওয়াল বন্ধন’ এর ব্যানারে এ মেলায় গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার ‘কয়েক হাজার মানুষ’
অংশ নেন।

মিলনমেলা উপলক্ষে মুক্ত আলোচনা, পিঠা উৎসব, র‌্যাফল ড্র, বিভিন্ন খেলাধুলা,
প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এ মেলা আয়োজন করার কথা জানিয়ে আয়োজক
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য রকিব সরকার বলেন, মহামারীতে
এলাকাবাসী অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মানুষে মানুষে বিভেদ দেখা দিয়েছিল।

গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় যুবসমাজ এবং
নানা পেশার মানুষকে এ মিলনমেলায় আমন্ত্রণ জানানো হয় বলেন তিনি।

মেলায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সদর উপজেলা পরিষদের
চেয়ারম্যান রীনা পারভীন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান, গাজীপুর
মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি মো. দেলোয়ার
হোসেন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকারসহ
অনেককেই অংশ নিতে দেখা গেছে।