ক্যাটাগরি

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

কাশিমপুর থানার ওসি মো. মাহবুবে খোদা জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের কাশিমপুরের ভূইয়া পাড়া এলাকায় জাকির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও ছেলে সাকিন মাহামুদ(৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, জাকিরের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন সুমন মিয়া। ভোরে সুমনের স্ত্রী রান্না করার জন্য গ্যাসের চুলা জ্বালালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় টিনশেড বাড়ির রান্না ঘর ও পাশের বসতঘরসহ তিনটি ঘরের দেয়াল বাইরের দিকে ধসে পড়ে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

“স্থানীয়রা দ্রুত গিয়ে আগুন নেভায়।কিন্তু ততক্ষণে তিনজন দ্বগ্ধ হয়।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, “ওই বাড়িতে রান্না ঘরটি ছিল সেপটির ট্যাংকের উপর। ট্যাংকের ভেতরের জমে থাকা গ্যাস থেকে না-কি তিতাস গ্যাসের চুলার লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”